শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর ২৪/০৬/২০১৮ খ্রি: তারিখের ৪০.০০.০০০০.০২০.০১২.০৩.২০১৬(অংশ-৩)-৩৬২ নং প্রজ্ঞাপন অনুসারে আঞ্চলিক শ্রম দপ্তর, ফরিদপুর এর কর্ম-পরিধি নিম্নরূপঃ
ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ এই পাঁচটি জেলা আঞ্চলিক শ্রম দপ্তর, ফরিদপুর এর অধিক্ষেত্র।
০১। অধিক্ষেত্রাধীণ বিভাগীয় শ্রম দপ্তরের বহির্ভূত শিল্পে কর্মরত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও শিল্প সম্পর্কের ক্ষেত্রে টেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ;
০২। প্রতিষ্ঠানপুঞ্জে নির্ধারিত শিল্পে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করা;
০৩। কোন অপরাধের জন্য বা অসৎ আচরণ বা এন্টি ট্রেড ইউনিয়ন ডিসক্রিমিনেশন এর জন্য অথবা ট্রেড ইউনিয়ন ও শিল্প সম্পর্কের ক্ষেত্রে কোন বিধান ভংগের কারণে তদন্ত করা;
০৪। কোন অপরাধের জন্য বা অসৎ আচরণ বা এন্টি ট্রেড ইউনিয়ন ডিসক্রিমিনেশন এর জন্য অথবা ট্রেড ই উনিয়ন ও শিল্প সম্পর্কের ক্ষেত্রে কোন বিধান ভংগের জন্য শ্রম আদালতে অভিযোগ পেশকরণ;
০৫। কোন প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানপুঞ্জ সম্পর্কে কোন ট্রেড ইউনিয়ন যৌথ দরকষাকষি প্রতিনিধি হিসেবে প্রত্যায়িত হওয়ার অধিকারী তা নির্ধারণ করা;
০৬। অধিক্ষেত্রে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্ম পরিধি বহির্ভূত ট্রেড ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির নির্বাচন এবং গোপন নির্বাচন তত্ত্বাবধান করা;
০৭। কোন শিল্প বিরোধে সালিশ হিসেবে কর্তব্য পালন করা;
০৮। অংশগ্রহণকারী কমিটির কাজকর্ম ও নির্বাচন তত্ত্বাবধান করা;
০৯। ট্রেড ইউনিয়নের বার্ষিক হিসাব বিবরণী যাচাই করা;
১০। দৈনিক শ্রম পরিস্থিতির প্রতিবেদন প্রেরণ করা;
১১। শ্রম আইন বা বিধি, ধারা অর্পিত কোন দায়িত্ব পালন করা;
১২। অধিক্ষেত্রের প্রশাসনিক নিয়ন্ত্রন, আর্থিক এবং নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ করা;
১৩। মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্য কোন দায়িত্ব পালন করা; এবং
১৪। বিবিধ।