১মে ২০২৪-ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু শ্রম বন্ধ, নারী শ্রমিক সহ শ্রমিকদের অধিকার ও মর্যাদা এবং মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
সকাল নয়টায় ফরিদপুর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ওই র্যালিটি ফরিদপুর সদর হাসপাতাল সংলগ্ন রাস্তার মোড় হয়ে ফরিদপুর জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে এসে শেষ হয়। র্যালি শেষে ফরিদপুর জেলা পরিষদের কবি জসিম উদ্দিন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় মোটর ওয়ার্কার্স ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে শ্রমিকদের জন্য 'ফ্রি মেডিকেল ক্যাম্প' এর আয়োজন করা হয়।
এ বছর 'শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্য ধারণ করে সারা দেশে মহান মে দিবস পালিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস