Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরিদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উদযাপন
বিস্তারিত

ফরিদপুরে মহান মে দিবস ২০২৫ এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কবি জসীম উদ্দিন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতা কর্মীরা  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপরকবি জসীম উদ্দিন হলে সকাল ৯টা ৩০ মিনিট হতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদা সুলতানা, উপ-পরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, ফরিদপুর, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাঈয়ুম জঙ্গী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, এবং ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তারা শ্রমিক-মালিকের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/05/2025
আর্কাইভ তারিখ
31/05/2027