Wellcome to National Portal

আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুর এ স্বাগতম। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ এই পাঁচটি জেলা আঞ্চলিক শ্রম দপ্তর, ফরিদপুর এর অধিক্ষেত্র। এ দপ্তরের সাধারণ কার্যাবলী হচ্ছে- অধিক্ষেত্রাধীণ এলাকার ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ, ট্রেড ইউনিয়ন ও শিল্প সম্পর্কের ক্ষেত্রে কোন বিধান ভঙ্গের জন্য তদন্ত করা, ট্রেড ইউনিয়ন ও শিল্প সম্পর্কের ক্ষেত্রে কোন বিধান ভঙ্গের জন্য শ্রম আদালতে অভিযোগ পেশ করা, যৌথ দরকষাকষি প্রতিনিধি (CBA) নির্ধারণ করা, ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন এবং গোপন নির্বাচন তত্ত্বাবধান করা, শিল্প বিরোধে সালিশ হিসেবে কর্তব্য পালন করা, অংশগ্রহণকারী কমিটির কাজকর্ম ও নির্বাচন তত্ত্বাবধান করা, ট্রেড ইউনিয়নের বার্ষিক হিসাব বিবরণী যাচাই করা, দৈনিক শ্রম পরিস্থিতির প্রতিবেদন প্রেরণ করা, শিশুশ্রম নিরসনে কাজ করা, শ্রমিক সম্পর্কিত সামাজিক সুরক্ষা ও বিশেষ প্রকল্প নিয়ে কাজ করা,  শ্রম আইন বা বিধি দ্বারা অর্পিত কোন দায়িত্ব পালন করা এবং মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্য কোন দায়িত্ব পালন করা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ জনাব মাসুদা সুলতানা, উপপরিচালক, মোবাইল নং ০১৭১৪৭৪২৩৯৯, ইমেইলঃ rlofaridpur@gmail.com

Main Comtent Skiped

Service List

১. বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ত্রয়োদশ অধ্যায়ের অধীন শ্রমিক/মালিকগণের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণ। 

২. ট্রেড ইউনিয়নের নাম, ঠিকানা ও গঠনতন্ত্র সংশোধন।

৩. ট্রেড ইউনিয়নের বার্ষিক হিসাব বিবরণী যাচাইকরণ।

৪. ট্রেড ইউনিয়ন সংশ্লিষ্ট বিভিন্ন দলিলপত্রের সত্যায়িত কপি সরবরাহকরণ।

৫. ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন তত্ত্ববধান।

৬. যৌথ দর কষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারণ।

৭. অংশগ্রহণকারী কমিটি (পিসি) গঠন ও কমিটির কার্যক্রম তত্ত্বাবধান।

৮. শ্রম ও শিল্প খাতে অসৎ শ্রম আচরণ সম্পর্কিত অভিযোগ নিস্পত্তিকরণ।

৯. কোন শিল্প বিরোধে সালিস হিসাবে কর্তব্য পালন ও নিস্পত্তিকরণ।

১০. শ্রম আদালতে মামলা দায়েরকরণ।

১১. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে অনুদান পেতে শ্রমিকদের সার্বিক সহযোগীতা করা।

১২. শ্রমিক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।